ইমাম আবদুর রহমান ইবনু নাসির আস-সাদি

অনুবাদ ও সংকলন : তাইব হোসেন
নিরীক্ষণ : সালমান মাসরুর

জন্ম পরিচয় : পুরো নাম আবু আব্দিল্লাহ আব্দুর রহমান ইবনু নাসির ইবনি আব্দিল্লাহ ইবনি নাসির আলি সাদি। তিনি বনু তামিম গোত্রের লোক। আল-কাসিম প্রদেশের উনাইযাহ শহরে ১২ মুহাররাম, ১৩০৭ হিজরিতে জন্মগ্রহণ করেন। চার বছর বয়সেই তিনি তাঁর মাকে হারান। তাঁর সাত বছর বয়সে বাবাও মারা যান।

ইলম-শিক্ষা : মেধা ও পড়াশোনার প্রতি প্রবল আগ্রহের জন্য অল্পবয়সেই তিনি সবার দৃষ্টি-আকর্ষণ করেন। বাবার মৃত্যুর পর তিনি কুরআন পড়া শুরু করেন। এগারো বছর বয়সে পুরো কুরআন মুখস্থ করে নেন। নিজ শহরের আলিমদের কাছে ইলম-অর্জন শুরু করেন। প্রচুর পরিশ্রম করতেন তিনি। ইলমের প্রতিটি শাখায় ইলম-অর্জন করেন। তেইশ বছর বয়সে শিক্ষকতা শুরু করেন। পুরোটা সময় ইলমশিক্ষা করা ও ইলমশিক্ষা দেয়ায় ব্যয় করতেন তিনি। এক পর্যায়ে তিনি নিজ শহরে সকল তালিবুল ইলমের পরামর্শক হয়ে ওঠেন।

তাঁর শিক্ষকবৃন্দ :

  1. শাইখ ইবরাহিম ইবনু হামদ ইবনু জাসির। সর্বপ্রথম তাঁর কাছেই পড়েছেন। তাঁর কাছে তাফসির, হাদিস, উসুলুত-তাফসির ও উসুলুল হাদিস পড়েছেন।
  2. শাইখ মুহাম্মাদ ইবনু আব্দিল কারিম আশ-শিবল। তিনি তাঁর কাছে ফিকহ, উসুলুল ফিকহ ও আরবি ভাষার বিভিন্ন ইলম শিক্ষা করেছেন।
  3. শাইখ সালিহ ইবনু উসমান (বিচারক, উনাইযাহ)। তিনি তাঁর কাছে তাওহিদ, তাফসির, উসুলুল ফিকহ ও আরবি ভাষার বিভিন্ন ইলম শিক্ষা করেছেন। শাইখের মৃত্যু পর্যন্ত আন্তরিকভাবে তাঁর সাথে লেগে থাকেন।
  4. শাইখ আব্দুল্লাহ ইবনু আইয়িয
  5. শাইখ আবু ওয়াদি
  6. শাইখ মুহাম্মাদ আল-আমিন আশ-শানকিতি। তাঁর কাছ থেকে তিনি তাফসির, হাদিস, আরবি ব্যাকরণ ইত্যাদি শেখেন।

এ ছাড়াও আরও উস্তাদের কাছে তিনি ইলমশিক্ষা করেন। তাঁর কজন ছাত্র :

  1. শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ আল-উসাইমিন।
  2. শাইখ আব্দুল্লাহ ইবনু আব্দির রহমান আল-বাসসাম।
  3. শাইখ আব্দুল আযিয ইবনু মুহাম্মাদ আস-সালমান।

রচনাকর্ম : ফিকহে ছিল তাঁর বিস্তৃত জ্ঞান। শুরুর দিকে তিনি তাঁর উস্তাদবৃন্দের পদাঙ্ক অনুসরণে হাম্বলি মাযহাব মেনে চলতেন। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়াহ ও তাঁর ছাত্র ইমাম ইবনুল কাইয়িমের রচনাবলি তাঁর জীবনে গভীর প্রভাব ফেলেছিল। উসুল, তাওহিদ, তাফসির, ফিকহ প্রভৃতি শাস্ত্রে তিনি তাঁদের লেখনী দ্বারা উপকৃত হন। এই মহান দুই ইমামের ইলম থেকে অন্তর্দৃষ্টি লাভ করেন। তিনি আর নির্দিষ্টভাবে কোনো মাযহাবে আবদ্ধ থাকেননি। দলিলের আলোকে সঠিক মতটাকেই প্রাধান্য দিতেন। তবে অনেক বিভ্রান্তদের মতো বিভিন্ন মাযহাবের উলামা কিরামের শানে বাজে কিছু বলতেনও না। কেউ কোনো এক মাযহাব অনুসরণ করলে এর সমালোচনা বা নিন্দা করতেন না। তাফসিরশাস্ত্রে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর রচনাবলি :

  1. আল-আদিল্লাতু ওয়াল কাওয়াতিয়ু ওয়াল বারাহিন ফি ইবতালি উসুলিল মুলহিদিন
  2. আল-ইরশাদ ইলা মারিফাতিল আহকাম
  3. ইনতিসারুল হক
  4. বাহজাতু কুলুবিল আবরার ওয়া কুররাতু উয়ুনিল আখইয়ার ফি শারহি জাওয়ামিয়িল আখইয়ার
  5. আত-তালিক ওয়া কাশফুন নিকাব আলা নাজমি কাওয়ায়িদিল ইরাব
  6. তাওজিহুল কাফিয়াতিশ শাফিয়াহ
  7. আত-তাওজিহ ওয়াল বায়ান লি শাজারাতিল ইমান
  8. আত-তানবিহাতুল লাতিফাহ ফিমাহ তাওয়াত আলাইহিল ওয়াসিতিয়াহ মিনাল মাবাহিসিল মুনিফাহ
  9. তানজিহুদ দ্বীন ওয়া হামালাতুহু ওয়া রিজালুহু মিম্মাফ তারাহুল কাসিমি ফি আগলালিহ
  10. তাইসিরুল কারিমির রাহমান ফি তাফসিরি কালামিল মান্নান। আট খণ্ডের সুবৃহৎ বিখ্যাত তাফসিরগ্রন্থ।
  11. তাইসিরুল লাতিফিল মান্নান ফি খুলাসাতি তাফসিরিল কুরআন
  12. আল-জাময়ু বাইনাল ইনসাফ ওয়া নাজমি ইবনি আবদিল কাওয়ি
  13. আল-জিহাদ ফি সাবিলিল্লাহ, আও ওয়াজিবুল মুসলিমিন ওমা ফারাজাহুল্লাহু আলাইহিম ফি কিতাবিহি নাহওয়া দ্বীনিহিম ওয়া হাইআতিহিমিল ইজতিমায়িয়াহ
  14. আল-হাক্কুল ওয়াজিহুল মুবিন ফি শারহি তাওহিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন মিনাল কাফিয়াতিশ শাফিয়াহ
  15. হুকমু শুরবিদ দুখান
  16. আল-খুতাবুল মিম্বারিয়াহ আলাল মুনাসাবাত
  17. আদ-দুররাতুল বাহিয়াহ শারহুল কাসিদাতিত তায়িয়াহ ফি হাল্লিল মুশকিলাতিল কাদারিয়াহ
  18. আদ-দুররাতুল মুখতাসারাহ ফি মাআনি দ্বীনিল ইসলাম
  19. আদ-দালায়িলুল কুরআনিয়াহ ফি আন্নাল উলুমান নাফিয়াতাল আসরিয়াহ দাখিলাতুন ফিদ দ্বীনিল ইসলামি
  20. আদ-দ্বীনুস সাহিহ ইয়াহুল্লু জামিয়াল মাশাকিল
  21. রিসালাহ ফিল কাওয়ায়িদিল ফিকহিয়াহ
  22. রিসালাতুন লাতিফাহ জামিআহ ফি উসুলিল ফিকহিল মুহিম্মাহ
  23. আর-রিয়াজুন নাজিরাহ ওয়াল হাদায়িকুন নাইয়িরাতুজ জাহিরাহ ফিল আকাইদ ওয়াল ফুনুনিল মুতানাওয়িয়াতিল ফাখিরাহ
  24. সুওয়াল ওয়া জাওয়াব ফি আহাম্মিল মুহিম্মাত
  25. আল-ফাতাওয়া আস-সাদিয়াহ
  26. ফাতহুর রাব্বিল হামিদ ফি উসুলিল আকায়িদি ওয়াত-তাওহিদ
  27. ফাওয়ায়িদু মুসতানবাতাহ মিন কিসসাতি ইউসুফ
  28. আল-ফাওয়াকিহুশ শাহিয়াহ ফিল খুতাবিল মিম্বারিয়াহ
  29. আল-কাওয়ায়িদুল হিসান লি তাফসিরিল কুরআন। উসুলুত-তাফসিরের ওপর লেখা
  30. আল-কাওয়ায়িদ ওয়াল উসুলিল জামিআহ ওয়াল ফুরুকু ওয়াত তাকাসিমুল বাদিআতুন নাফিআহ
  31. আল-কাউলুস সাদিদ ফি মাকাসিদিত তাওহিদ
  32. মাজমুয়ুল খুতাব ফিল মাওয়াজিয়িন নাফিআহ
  33. মাজমুয়ুল ফাওয়ায়িদ ওয়াক তিনাসুল আওয়াবিদ
  34. আল-মুখতারাতুল জালিয়াহ মিনাল মাসায়িলিল ফিকহিয়াহ
  35. আল-মাওয়াহিবুর রাব্বানিয়াহ মিনাল আয়াতিল কুরআনিয়াহ
  36. মানহাজুস সালিকিন ওয়া তাওজিহুল ফিকহি ফিদ-দ্বীন
  37. আল-মুনাজারাতুল ফিকহিয়াহ
  38. মানজুমাহ ফি আহকামিল ফিকহ
  39. মানজুমাহ ফিস সাইর ইলাল্লাহ ওয়াদ দারিল আখিরাহ
  40. উজুবুত তাআউন বাইনাল মুসলিমিন ওয় মাউজুয়ুল জিহাদিদ দ্বীনি ওয়া বায়ানু কুল্লিয়াত মিন বারাহিনিদ দ্বীন
  41. আল-ওসাইলুল মুফিদাহ লিল হায়াতিস সায়িদাহ
  42. ইয়াজুজ ওয়া মাজুজ

মৃত্যু :  তাঁর চরিত্রে বিভিন্ন উত্তম গুণাবলির সন্নিবেশ ঘটেছিল। তিনি ছিলেন ধনী-গরিব, যুবক-বৃদ্ধ সবার সাথেই বিনয়ী। দরিদ্র ও অভাবীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। ছাত্রদের পড়াশোনা ব্যাপারে ছিলেন আন্তরিক। এই মহান শাইখ ১৩৭৬ হিজরিতে দুনিয়া ত্যাগ করেন।

______

 

তথ্যসূত্র :

 

  1. Explanation to the Beautiful and Perfect Names of Allah
  2. Lessons Learnt From the Story of Yusuf
  3. শাইখের রচনাবলির তালিকা নিরীক্ষক কর্তৃক সংযোজিত