উদ্দেশ্য ও কর্মপন্থা
আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সালাফদের বুঝ ও পথপদ্ধতি অনুযায়ী পরিচালিত একটি শিক্ষাকেন্দ্রের নাম ইলমওয়েব (ilmweb)। ইসলামি জ্ঞান (ইলম) দুনিয়াবি জ্ঞানের মতো শুধু জ্ঞানগত ও পাঠনির্ভর নয়। এখানে পাঠ (Text) ও সালাফদের বুঝের সমন্বয় ও ধারাবাহিকতা রক্ষা কর্তব্য। আমাদের কাছে যেমন নুসুসের (কুরআন-হাদিস) মূল পাঠ বিদ্যমান, ঠিক তেমনি মূল পাঠের বুঝ বা উদ্দেশ্যও সংরক্ষিত। দ্বীনি ইলম মূলত পাঠ ও সালাফদের বুঝ-নির্ভর পদ্ধতি। ইলমওয়েব এ যুগের সাথে সালাফযুগের সেতুবন্ধন করতে চায়। মূলত ইলমওয়েবের কার্যক্রমের তিনটি দিক :
- একাডেমিক বিভাগ [ilmweb Schooling]
- ফাতওয়া বিভাগ [ilmweb Ifta]
- প্রকাশনা বিভাগ [ilmweb Publishing]
একাডেমিক বিভাগ [ilmweb Schooling]
এই বিভাগ থেকে বিভিন্ন কোর্সের আয়োজন করা হবে। ছোট ছোট কোর্স দিয়েই আপাত শুরু। মূলত কয়েকটি ডিপার্টমেন্টের অধীনে বিভিন্ন কোর্স থাকবে। যোগ্য উসযতাযবৃন্দ দারস নেবেন। আমাদের উসতাযদের শিক্ষাগত যোগ্যতাসহ প্রয়োজনীয় তথ্য স্কুলিং বিভাগে দেখতে পাবেন। ইলমওয়েব স্কুলিং-এর ডিপার্টমেন্টগুলো হচ্ছে :
- কুল্লিয়াতুশ শরিয়াহ
- স্কিল ডেভেলপমেন্ট
প্রকাশনা বিভাগ [ilmweb Publishing]
প্রকাশনা বিভাগের অধীনে একটি প্রকাশনা সংস্থা থাকবে, ইনশাআল্লাহ। এ ছাড়াও আর্টিক্যাল, ই-বুক, অডিয়ো-ভিডিয়ো পাবলিশও এই বিভাগের অন্যতম কাজ। বিশুদ্ধ ইলম প্রচার ও প্রসারে মানসম্পন্ন লাইব্রেরি বা প্রকাশনার কোনো বিকল্প নেই। কুরআন, সুন্নাহ, আকিদাহ, ফিকহ ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় বই, ই-বুক প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ।
ফাতওয়া বিভাগ [ilmweb Ifta]
আমাদের ফাতওয়া বিভাগ এখনো শুরু হয়নি। লোকবল, সময় ইত্যাদি কারণে চালু করা সম্ভব হচ্ছে না। আপাতত উলামা কিরামের বিভিন্ন ফাতওয়া দেয়া হবে, ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে ভবিষ্যতে পুরোদমে চালু করা হবে।
পরিচালনা পর্ষদ
তাইব হোসেন, প্রতিষ্ঠাতা
ও পরিচালক।
মোহাম্মাদ আবির হোসেন সাজ্জাদ, নির্বাহী পরিচালক, ইলমওয়েব স্কুলিং।
আরিফুল ইসলাম, নির্বাহী পরিচালক, ইলমওয়েব পাবলিশিং।
কামরুল হোসাইন, কার্যনির্বাহী প্রধান, আইটি।
মোঃ মনজুরুল হক জনি, নির্বাহী সহযোগী, ফিন্যান্স।
শরয়ি উপদেষ্টা
উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ), উসতায, কুল্লিয়াতুশ শরিয়াহ, ইলমওয়েব স্কুলিং।
উসতায কাজী ইউসুফ (হাফিযাহুল্লাহ), উসতায, কুল্লিয়াতুশ শরিয়াহ, ইলমওয়েব স্কুলিং।