বংশ
মুহাম্মাদ ইবনু আবদিল্লাহ ইবনি আবদিল মুত্তালিব ইবনি হাশিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাশিম ছিলেন কুরাইশ গোত্রের লোক। কুরাইশরা আরব জাতির, আর আরবরা ইসমায়িল ইবনু ইবরাহিম আল-খলিল আলাইহিমুস সালামের বংশধর।
জন্ম
তিনি রবিউল আউয়াল মাসে মক্কায় হাতির বছরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ৬৩ বছর জীবিত ছিলেন। ৪০ বছর নবি হওয়ার আগে এবং ২৩ বছর ছিলেন নবি ও রাসুল হিসেবে।
জিন ও মানবজাতির জন্য প্রেরিত
তাঁকে সমগ্র জিন ও মানবজাতির জন্য পাঠানো হয়েছিল। কারও কানে তাঁর বার্তা পৌঁছা সত্ত্বেও সে তাতে ইমান না-আনলে কাফির।
বার্তা
তিনি এক আল্লাহর একনিষ্ঠ আনুগত্য, উত্তম আখলাক ও আমলের দিকে আহ্বান করেছিলেন। তিনি আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত করা, বাজে আচরণ ও আমল থেকে সতর্ক করেছিলেন।
সর্বশেষ রাসুল
আল্লাহ তাঁর মাধ্যমে দ্বীনকে পূর্ণতা দিয়েছেন। তিনি আল্লাহর বার্তা স্পষ্টভাবে পৌঁছে দিয়েছেন, তাঁর মিশনকে সম্পন্ন করেছেন, মানুষকে উপদেশ দিয়েছেন এবং সম্ভাব্য সকল পন্থায় আল্লাহর পথে জিহাদ করেছেন। এই দ্বীনের ভেতর কোনো প্রকারের নতুন ইবাদাতের অনুপ্রবেশ ঘটানো কারও পক্ষেই সম্ভব নয়।
গুরুত্বপূর্ণ যুদ্ধ
সাতটি গুরুত্বপূর্ণ যুদ্ধ—১. বদর, ২. উহুদ, ৩. খন্দক, ৪. খাইবার, ৫. মক্কা-বিজয়, ৬. তাবুক এবং ৭. হুনাইন।
সাত সন্তান
পুত্র : ১. আল-কাসিম, ২. ইবরাহিম, ৩. আবদুল্লাহ। আব্দুল্লাহ তাইয়িব ও তাহির নামেও পরিচিত ছিল।
কন্যা : ১. যাইনাব, ২. রুকাইয়াহ, ৩. উম্মু কুলসুম, ৪. ফাতিমা।
ফাতিমা ছাড়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সন্তানই তাঁর জীবদ্দশায় মৃত্যুবরণ করেছিলেন। রাদিয়াল্লাহু আনহুম।
সহধর্মিণী
১. খাদিজাহ, ২. আয়িশাহ, ৩. উম্মু সালামাহ, ৪. যাইনাব বিনতু জাহাশ, ৫. জুওয়াইরিয়াহ বিনতুল হারিস, ৬. সাফিয়াহ বিনতু হুওয়াই, ৭. উম্মু হাবিবাহ, ৮. রাইহানাহ বিনতু যায়িদ ৯. মায়মুনাহ বিনতুল হারিস। রাদিয়াল্লাহু আনহুন্না।
সর্বপ্রথম মুমিন
পুরুষদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদ্বিআল্লাহু আনহু এবং নারীদের মধ্যে খাদিজাহ বিনতে খুওয়াইলিদ রাদ্বিআল্লাহু আনহা আর শিশুদের মধ্যে আলি বিন আবি ত্বলিব রাদ্বিআল্লাহু আনহু।
হজ ও উমরাহ
তিনি চারবার উমরাহ করেছিলেন। প্রত্যেক উমরাহই তিনি যুলকাদাহ মাসে আদায় করেছিলেন। তিনি একবারই হজ করেছিলেন, যা বিদায় হজ হিসেবে পরিচিত। এই হজ দশম হিজরিতে সম্পাদিত হয়।
মৃত্যু
তিনি হিজরতের ১১ বছর পর ১২ রবিউল আওয়াল মাসে ৬৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
___________
মূল সূত্র : শাইখ হাইসাম সারহান কর্তৃক ইমাম ইবনু বাযের ‘Important lessons for every muslim’-এর ব্যাখ্যা
সংগ্রহ ও রচনা (ইংরেজি) : আবু ইসমায়িল
ভাষান্তর ও সম্পাদনা : অনুবাদ ও সম্পাদনা পর্ষদ