নিঃস্ব ও নির্যাতিত ভাইদের প্রতি সমবেদনা প্রকাশের পদ্ধতি কী?

প্রশ্ন : বিশ্বের বিভিন্ন প্রান্তরে আমাদের মুসলিম ভাইয়েরা যে নির্যাতন-নিষ্পেষণের শিকার হচ্ছে, তাঁদের প্রতি আমাদের কর্তব্য কী?

উত্তর : আল-হামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন,

إنما المؤمنون إخوة

‘মুমিনরা পরস্পর ভাই ভাই।’ [সুরা আল-হুজুরাত, ৪৯ : ১০]

আল্লাহ তাদের ব্যাপারে আরও বলেছেন, 

 

‘তারা কাফিরদের ব্যাপারে কঠোর, পরস্পরের মাঝে অতিশয় দয়ালু।’ [সুরা আল-ফাতহ, ৪৮ : ২৯]

নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

إِنَّ الْمُؤْمِنَ مِنْ أَهْلِ الْإِيمَانِ بِمَنْزِلَةِ الرَّأْسِ مِنْ الْجَسَدِ يَأْلَمُ الْمُؤْمِنُ لِأَهْلِ الْإِيمَانِ كَمَا يَأْلَمُ الْجَسَدُ لِمَا فِي الرَّأْسِ

‘এক মুমিন আরেক মুমিনের কাছে তেমন, দেহের কাছে মাথা যেমন। মুমিনের দুঃখ-কষ্টে মুমিন দুঃখ-কষ্ট অনুভব করে, যেভাবে মাথায় ব্যথার কারণে গোটা দেহ ব্যথাতুর হয়ে পড়ে।’ [ইমাম আহমাদ কর্তৃক বর্ণিত]

এক মুমিনের প্রতি অপর মুমিনের সমবেদনার প্রকারগুলো ইমাম ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ) খুব সুন্দরভাবে সংক্ষেপে উল্লেখ করেছেন, তিনি বলেন, ‘মুমিনের প্রতি সমবেদনা জানানো কয়েকভাবে হতে পারে—সম্পদ দিয়ে সমবেদনা, প্রভাব-প্রতিপত্তির মাধ্যমে সমবেদনা, শারীরিক ও কায়িক শ্রম দিয়ে সমবেদনা, উপদেশ ও সঠিক দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে সমবেদনা, তাদের জন্য দুয়া ও ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে সমবেদনা, তাদের জন্য দুঃখপ্রকাশ করার মাধ্যমে সমবেদনা। কারও ইমানের সবলতা ও দুর্বলতার ভিত্তিতে এ সমবেদনার তারতম্য ঘটে। ইমান সবল হলে সমবেদনা তীব্র হয়, ইমান দুর্বল হলে সমবেদনাও দুর্বল হয়। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর সাহাবিদের প্রতি উল্লিখিত সকল প্রকার সমবেদনার মাধ্যমে সর্বোত্তম সমব্যথী ছিলেন।’ [আল-ফাওয়ায়িদ : ১/১৭১]

খলিল ইবনু আহমাদ একবার তাঁর এক বন্ধুর সাথে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে তাঁর বন্ধুর জুতোটি ছিঁড়ে গেল। তখন তাঁর বন্ধু ছেঁড়া জুতোটি হাতে নিয়ে খালি পায়ে হাঁটতে লাগলেন। তা দেখে খলিলও তাঁর জুতাজোড়া খুলে হাতে নিয়ে খালি পায়ে হেঁটে চললেন। তাঁর বন্ধু তাঁকে জিজ্ঞেস করলেন, ‘তুমি কেন জুতো খুললে?’ খলিল বললেন—তুমি খালি পায়ে হাঁটছ তাই তোমার প্রতি সমবেদনা জানাচ্ছি।

_________

ফাতওয়াসূত্র : ইসলামকিউএ (৭৮৩৭)