পরিবর্ধন-পরিমার্জন ও সম্পাদনা : তাইব হোসেন
জন্ম ও পরিচিতি
ফিলিস্তিনি বংশোদ্ভুত শাইখ আহমাদ মুসা জিবরিল ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। যখন তিনি খুব ছোট, তাঁর বাবা শাইখ মুসা আবদুল্লাহ জিবরিল মদিনা বিশ্ববিদ্যালয়ে ইসলামি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে সৌদি আরবে পরিবারসহ পাড়ি জমান। শাইখ আহমাদ মুসা জিবরিলের বাবা পড়াশোনা শেষে পুনরায় পরিবারসহ যুক্তরাষ্ট্রে চলে আসেন। তখন তাঁর বয়স ছিল মাত্র বারো।
পড়াশোনা ও ইলম-অর্জন
সৌদি আরবে থাকতেই এগারো বছর বয়সে তিনি কুরআন হিফয সম্পন্ন করেন। যুক্তরাষ্ট্রে আসার পর শাইখ তাঁর কৈশোরে নিজ বাবার কাছেই ইসলামই জ্ঞান অধ্যয়ন করেন। হাই স্কুলের গণ্ডি পেরোনোর আগেই তিনি পুরো বুখারি ও মুসলিম হিফয (মুখস্থ) করেন। তিনি তাঁর বাবার কাছে ইমাম ইবনু তাইমিয়াহর পুরো মাজমুয়ুল ফাতাওয়া (৩৭ খণ্ডে সমাপ্ত), ইমাম ইবনুল কাইয়িমের কিতাব ও ইমাম ইবনু হাযমের আল-মুহাল্লা (১১ খণ্ডে সমাপ্ত) পড়ে ফেলেন আঠারো বছর বয়স হবার আগেই। ১9৮৯ সালে তিনি হাইস্কুলের পড়াশোনা শেষ করেন। পরবর্তীকালে তিনি বুখারি ও মুসলিমের সনদ মুখস্থ করেন। শাইখ আহমাদ মুসা জিবরিল হাদিসের মোট নয়টি গ্রন্থ মুখস্থ করেন :
১. সহিহ বুখারি
২. সহিহ মুসলিম
৩. মুওয়াত্তা ইমাম মালিক
৪. মুসনাদু আহমাদ
৫. সুনানুদ দারিমি
৬. সুনানুন নাসায়ি
৭. সুনানু আবি দাউদ
৮. সুনানুত তিরমিযি
৯. সুনানু ইবনি মাজাহ
হাইস্কুলের পাঠ চুকিয়ে তিনিও তাঁর বাবার পদাঙ্ক অনুসরণ করেন। মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে শরিয়াহ অনুষদে পড়ার জন্য দ্বিতীয় বারের মতো মদিনায় যান। বিশ্ববিদ্যালয়ের বাইরেও তিনি ব্যক্তিগতভাবে সৌদি আরবের বহু বিশ্বনন্দিত উলামা কিরামের অধীনে অধ্যয়ন করেন। তিনি তাঁদের ব্যক্তিগত দারসে বসারও সৌভাগ্য অর্জন করেন। শাইখ আহমাদ মুসা জিবরিল বহু আলিমের কাছ থেকে ইলম অর্জন করেন। শাইখের উসতাযবৃন্দ :
১. ইমাম মুহাম্মাদ উবনু সালিহ আল-উসাইমিন। আহমাদ মুসা জিবরিল ইমাম ইবনু উসাইমিনের তত্ত্বাবধানে অনেকগুলো কিতাব আগাগোড়া অধ্যয়ন করেন। তিনি তাঁর কাছ থেকে অত্যন্ত বিরল তাযকিয়াহও লাভ করেন।
২. ইমাম আবদুল আযিয ইবনু বায। ইমাম ইবনু বাযের মৃত্যুর তিন মাস আগে শাইখ আহমাদ মুসা জিবরিল তাঁর কাছ থেকেও তাযকিয়াহ লাভ করেন। শাইখ মুসা জিবরিল ও শাইখ আহমাদ মুসা জিবরিলের ইলম থেকে উপকৃত হবার জন্য ইমাম ইবনু বায আমেরিকায় থাকা সৌদি ছাত্রদের উৎসাহিত করেন। তাঁদের ইলম ও দাওয়াহ-প্রচেষ্টার প্রশংসা করেন। শাইখ আহমাদ মুসা জিবরিলের ব্যাপারে মন্তব্য করার সময়ে ইমাম ইবনু বায তাঁকে ‘শাইখ’ হিসেবে সম্বোধন করে বলেন, তিনি তাঁর সুপরিচিত এবং উত্তম আকিদাহ পোষণ করেন।
৩. শাইখ বাকর আবু যায়িদ। শাইখ বাকর আবু যায়িদের একান্ত দারসে তিনি মুজাদ্দিদ ইমাম মুহাম্মাদ ইবনু আবদিল ওয়াহহাব ও শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়াহর কিছু কিতাবও অধ্যয়ন করেন।
৪. শাইখ মুহাম্মাদ মুখতার আশ-শানকিতি। শাইখ আহমাদ তাঁর অধীনে চার বছর পড়াশোনা করেন।
৫. আল্লামা হামুদ বিন উকলা আশ-শুয়াইবি। তাঁর অধীনেও অধ্যয়ন করেন তিনি। শাইখ হামুদ বিন উকলার অন্যতম কাছের ছাত্র ছিলেন তিনি। শাইখ আহমাদ তাঁর কাছ থেকে তাযকিয়াহও লাভ করেন। তিনি শাইখ হামুদের মৃত্যুর আগপর্যন্ত তাঁর সাথে যোগাযোগ রাখতেন।
৬. শাইখ ইহসান ইলাহি জহির। শাইখ ইহসান ছিলেন তাঁর বাবার বন্ধু। শাইখ আহমাদ শাইখ ইহসানের অনেকগুলো বই মুখস্থ করে নেন। শাইখ ইহসান কিশোর শাইখ আহমাদ মুসা জিবরিলের হিফয-প্রতিভা এবং তাঁর বইগুলোর ওপর শাইখ আহমাদের বুঝ দেখে বলেন, ‘এই ছেলে তো আমার বইগুলো সম্পর্কে আমার চেয়েও বেশি জানে!’ তিনি তাঁর বাবাকে বলেন, ‘আপনি একজন মুজাদ্দিদ গড়ে তুলেছেন, ইনশাআল্লাহ।’
৭. শাইখ সফিয়ুর রহমান আল-মুবারাকপুরি। ‘আর-রাহিকুল মাখতুম’-এর লেখক শাইখ সফিয়ুর রহমান আল-মুবারাকপুরির অধীনে শাইখ আহমাদ মুসা জিবরিল দীর্ঘ পাঁচ বছর অধ্যয়ন করেন।
৮. শাইখ মুকবিল ইবনু হাদি আল-ওয়াদিয়ি।
৯. শাইখ আব্দুল্লাহ আল-গুনাইমান।
১০. শাইখ মুহাম্মাদ আইয়ুব।
১১. শাইখ আতিয়াহ আস-সালিম। শাইখ আতিয়াহ আস-সালিম ছিলেন শাইখ মুহাম্মাদ আল-আমিন আশ-শানকিতির প্রধান ছাত্র। শাইখ আশ-শানকিতির ইন্তিকালের পর তাঁর প্রধান তাফসিরগ্রন্থ ‘আদওয়ায়ুল বায়ান’-এর কাজ তিনিই শেষ করেন।
১২. শাইখ ইবরাহিম আল-হুসাইন। তিনি ছিলেন ইমাম ইবনু বাযের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর।
১৩. শাইখ আবদুল্লাহ আল-কাওদ।। ‘আল-লাজনাহ আদ-দাইমাহ লিল বুহুসিল ইলমিয়াহ ওয়াল-ইফতা’—Permanent Committee for Islamic Research and Issuing Fatwas—এর প্রথম দিকের সদস্য।
১৪. শাইখ সালিহ আল-হুসাইনের অধীনেও তিনি অধ্যয়নের সু্যোগ পান। তিনি ছিলেন দুই পবিত্র মসজিদের রক্ষাণাবেক্ষণ কমিটির প্রধান।
১৫. শাইখ হামাদ আল-আনসারি। আহমাদ মুসা জিবরিল মুহাদ্দিস শাইখ হামাদ আল-আনসারির অধীনে হাদিস অধ্যয়ন করেন এবং তাঁর কাছ থেকেও তাযকিয়াহ লাভ করেন।
১৬. তিনি শাইখ আবু মালিক মুহাম্মাদ শাকরাহ। তাঁর অধীনেও অধ্যয়ন করেন। শাইখ আবু মালিক ছিলেন ইমাম আলবানির অত্যন্ত ঘনিষ্ঠ। ইমাম আল-আলবানি ওয়াসিয়াহতে শাইখ আবু মালিককে তার জানাযার ইমামতি করার জন্য অনুরোধ করেন।
১৭. শাইখ মুসা আল-কারনি। শাইখ আহমাদ মুসা জিবরিল শাইখ রাবি আল-মাদখালির জামাতা শাইখ মুসা আল-কারনিরও ছাত্র। শাইখ মুসা আল-কারনি ছিলেন তাঁর উসুল-শিক্ষক।
১৮. শাইখ আবদুল কাদির শাইবাত। শাইখ আবদুল কাদির শাইবাত তাঁর বাবারও উসতায ছিলেন।
১৯. শাইখ মুহাম্মাদ মাবাদ। কুরআনের ব্যাপারে তিনি শাইখ মুহাম্মাদ মাবাদ থেকে ইজাযাহপ্রাপ্ত হন।
ইলম অর্জনের জন্য শাইখ আহমাদ মুসা জিবরিল মিশর, জর্দানসহ বহু দেশে সফর করেন। এর এরপর যুক্তরাষ্ট্রে ফিরে জুরিস ডক্টর ডিগ্রি ও আইনের ওপর মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।
শাইখ আহমাদ মুসা জিবরিলের দাওয়াত ও কর্ম
মদিনা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করার পরও তিনি তাঁর উসতাযদের সাথে সংস্পর্শ রেখে চলতেন। দাওয়াহর ময়দানে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ ও কর্মমুখর। বহু বছর ধরে তিনি অনলাইনে সর্বোচ্চ ভিজিট হওয়া ইসলামি সাইট পরিচালনা করে আসছিলেন। সেখানে বিশ্বের বিখ্যাত হক উলামা কিরামের বইগুলো থাকত। এই সাইটের মাধ্যমে ইলম অর্জন আরও সহজ হয়। বহুদিন যাবৎ প্রশ্চিমে এই ইলম ছিল অপ্রতুল। এরপর ২০০২ সালে এই সাইট বন্ধ করে দেয়া হয়। নিরাপস দাওয়াহর পথে যুক্তরাষ্ট্রে তাঁকে কারাগারবরণও করতে হয়েছে। তাওহিদ, আকিদাহ, আত্মশুদ্ধি, ফিকহসহ বিভিন্ন বিষয়ে শাইখের বহু লেকচার ও লেকচার সিরিজসহ আর্টিকেল অনলাইনে ছড়িয়ে-ছিটিয়ে আছে। তাঁর কিছু লেকচার :
- Legends of Islam Series
- The Passion Of The Christ Series
- Gems of Ramadan Series
- The Comprehensive Fiqh of Fasting Series – Sharh Zaad al-Mustaqni’
- Tawheed Series – Sharh Usool ath-Thalatha
- Islamic Manners Series
- Women With Legacies Series
- Sharh Bulugh al-Maram Series
- Sharh al-Aqeedah at-Tahawiyyah Series
- The Causes of Istighfār Series
- The Treaty of Hudaybiyyah – Falsehood vs Facts Series
- Explanation of Furū’ Al-Fiqh Series (ongoing)
- Tafsīr al-Qur’ān al-‘Adhīm Series (ongoing)
- The Conqueror of the World
- The Battle Of Ahzab
- The Punishment of Bani Kuraidhah
- The Plot of The Hypocrites
ইংরেজি ভাষী মুসলিমদের জন্য শাইখ আহমাদ মুসা জিবরিল আল্লাহর পক্ষ থেকে বারাকাহস্বরূপ। সুদূর আমেরিকার গণ্ডি পেরিয়ে বাংলাদেশে শাইখের বহু লেকচার অনূদিত হয়েছে। শাইখ এ দেশেও অনেক জনপ্রিয়। তাঁর বইও এর ব্যক্তিক্রম নয়। আমরা দুয়া করি আল্লাহ শাইখকে নেক হায়াত দিন এবং তিনি যেন ইসলামি শরিয়াহর বিভিন্ন ইলমি শাখায় আরও অবদান রাখতে পারেন। আল্লাহ তাঁকে হক পথে অটল ও অবিচল রাখুন।